“মৌলিক রোমাঞ্চ -হরর কাহিনি : নিশিডাকিনী” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
দৃষ্টির অগােচরে থাকা অতিপ্রাকৃত জগতের প্রতি আগ্রহের কমতি নেই আমাদের। কী লুকিয়ে আছে ওখানে? কারা লুকিয়ে আছে? রহস্য, রােমাঞ্চ, শিহরণ, আতঙ্ক আর শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ঠাসা প্রতিটি আধিভৌতিক কাহিনি যেন একেকটি টাইম মেশিন। অধুনা হরর সাহিত্য মাতানাে জনপ্রিয় সব লেখকদের নিখাদ মৌলিক। গল্পগুলাে একবার পড়তে শুরু করলে ঘড়ির কাটার অস্তিত্ব ভুলে যেতে বাধ্য হবেন আপনি। যারা অতিলৌকিক কাহিনি ভালবাসেন, তাঁদের জন্য ‘নিশিডাকিনী’-র ডাক উপেক্ষা করা এক কথায় অসম্ভব!