ছোটদের মহাকাশ পরিচিতি

৳ 250.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789849068891
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৬৪
সংস্কার 1st Published, 2018
দেশ বাংলাদেশ

“ছোটদের মহাকাশ পরিচিতি” বইটির সম্পর্কে কিছু কথা:
বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, আমাদের চারপাশের আবহমণ্ডল নিয়ে পৃথিবী। সেই পৃথিবীর বুকে পা রেখে আমরা উর্ধ্বালােকে তাকাই । সেখানে আছে সূর্য আর সূর্যকে ঘিরে গ্রহ-উপগ্রহের একটা পরিবার । সব তারকার পরিবার নেই। এসব গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সপ্তর্ষিমণ্ডল, ছায়াপথ নিয়ে আমাদের আবহমণ্ডল বাদ দিয়ে যে বিপুল শূন্যতা ছড়িয়ে আছে, তাই হলাে আমাদের মহাকাশ । মহাকাশে মানুষের বিচরণ বাড়ছে প্রতিনিয়ত | মহাকাশ যাত্রায় দূর থেকে আরও দূরে গন্তব্য ঠিক করে নিচ্ছেন বিজ্ঞানীরা। সেজন্য অত্যাধুনিক প্রযুক্তির অভাব না থাকলেও রয়েছে অনেক সীমাবদ্ধতা। এ ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা হলাে সময় তথা বয়স। কোটি-কোটি মাইল দূরের যাত্রায় মহাকাশচারীদের পাঠানাে সম্ভব হচ্ছে না বয়সের সীমাবদ্ধতার জন্য । কেননা এত দূরত্ব পাড়ি দিতে যে সময় লাগবে মানুষের এতদিন আয়ু নেই।

জন্ম : ৪ জুন, ১৯৭৪ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের একান্নবর্তী পরিবারে। রত্নগর্ভা মা হাসিনা খাতুন, বাবা মসলেম আলী ছিলেন ব্যবসায়ি। পড়াশোনা : বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও পরবর্তীতে সাহিত্যের প্রতি প্রবল আগ্রহের কারণে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। ইন্টারমিডিয়েটের পর কর্মজীবন শুরু । প্রথমে টিউশনি, পরে কম্পিউটার গ্রাফিক ডিজাইনার হিসেবে নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি। বর্তমানে গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজের প্রতিষ্ঠানে কর্মরত। লেখালেখির করছেন তিরিশ বছর ধরে। প্রথমে গ্রামের ক্লাবের দেয়াল পত্রিকায়। তারপর কলেজের সাহিত্য ম্যাগাজিনে। ১৯৯০ সালে ঢাকায় আসার পর দেশের প্রায় সব জাতীয় দৈনিক ও সাহিত্য ম্যাগাজিনে তার লেখা নিয়মিত ছাপা হচ্ছে। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ৬৭ টি গ্রন্থ ছোটদের জন্য লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ছোটদের জন্য ৩১টি, বিজ্ঞান বিষয়ক ২৯ টি, বড়দের জন্য ৩টি উপন্যাস এবং ১টি গল্পগ্রন্থ এছাড়াও ৩টি জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে। মাসিক ‘টইটম্বুর’-এ প্রকাশিত শিশুতোষ গল্প ‘ছোট্র জোনাকি’র এনিমেটেড কার্টুন প্রচার করে একুশে টিভি (২০১১ সালের ঈদ অনুষ্ঠানে)। পুরস্কার ও সম্মাননা : ‘যুদ্ধ দিনের গল্প’র জন্য Unicef প্রদত্তক ‘Meena Media Award 2016’ লাভ করেন। আনন ফাউন্ডেশন থেকে ‘প্রকাশক সম্মাননা’ পেয়েছেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ