“ছোটদের মহাকাশ পরিচিতি” বইটির সম্পর্কে কিছু কথা:
বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, আমাদের চারপাশের আবহমণ্ডল নিয়ে পৃথিবী। সেই পৃথিবীর বুকে পা রেখে আমরা উর্ধ্বালােকে তাকাই । সেখানে আছে সূর্য আর সূর্যকে ঘিরে গ্রহ-উপগ্রহের একটা পরিবার । সব তারকার পরিবার নেই। এসব গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সপ্তর্ষিমণ্ডল, ছায়াপথ নিয়ে আমাদের আবহমণ্ডল বাদ দিয়ে যে বিপুল শূন্যতা ছড়িয়ে আছে, তাই হলাে আমাদের মহাকাশ । মহাকাশে মানুষের বিচরণ বাড়ছে প্রতিনিয়ত | মহাকাশ যাত্রায় দূর থেকে আরও দূরে গন্তব্য ঠিক করে নিচ্ছেন বিজ্ঞানীরা। সেজন্য অত্যাধুনিক প্রযুক্তির অভাব না থাকলেও রয়েছে অনেক সীমাবদ্ধতা। এ ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা হলাে সময় তথা বয়স। কোটি-কোটি মাইল দূরের যাত্রায় মহাকাশচারীদের পাঠানাে সম্ভব হচ্ছে না বয়সের সীমাবদ্ধতার জন্য । কেননা এত দূরত্ব পাড়ি দিতে যে সময় লাগবে মানুষের এতদিন আয়ু নেই।