“ক্যাম্পাস ১৯৯৫” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
মিতলকে ভাবতে দেখে ফখরু জিজ্ঞেস করে কী দোস্ত, পলিটিক্স করবা?
না।
‘প্রেম-ট্রেম করবা সিরিয়াসলি?”
না। সেরকম কোনাে টার্গেট নাই।
‘তাইলে চাকরি-বাকরি শুরু করবা?
না। টাকা-পয়সার এখনই অত দরকার নেই। আর খুব দরকার হইলে টিউশনি করব।
‘আবৃত্তি-বিতর্ক-সমাজসেবা এইগুলাের ইচ্ছা আছে?
আছে। তবে খুব বেশি না।
তাইলে তােমার জন্য পলিটিক্সটা ভালাে ছিল। ইউনিভার্সিটিতে যাদের আলাদা কইরা এইগুলা কিছুর টার্গেট নাই তারাই পলিটিক্স করে।
“তাই নাকি?
হু। কারণ কি জানাে?
কী?
ফখরু অট্টহাসি দিয়ে বলে, কারণ পলিটিক্স করলে একলগে এইগুলা সব পাওয়া যায়। শক্তি দিয়া প্রেম কইরা নিবা, কাজেই আর মেয়েদের পেছনে ঘােরার দরকার নাই। আবার টেন্ডার-ফেন্ডার থাইকা টাকা কামাইবা, চাকরি-বাকরির আর দরকার কী। এই ক্যাম্পাসে পলিটিক্স করলে সব মেলে রে দোস্ত। সব।’