স্বাধীনতা আমাদের মহোত্তম অর্জন। এ অর্জন দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিসংগ্রামের এক অনিবার্য প্রাপ্তি। একাত্তরের বয়ান-চতুর্থ খণ্ডে গবেষক শফিউদ্দিন তালুকদার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ষোলজন মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন ঘটনা লিপিবদ্ধ করেছেন। এদের মধ্যে চারজন আদিবাসী মুক্তিযোদ্ধার উপস্থাপিত ঘটনাও সংযোজিত হয়েছে। মুক্তিযুদ্ধের যেসব ঘটনাবলি ও তথ্যাদি ইতোপূর্বে আলোচনা করা হয়নি বা হলেও তা ভিন্নমাত্রিকতায় উঠে এসেছে বইটিতে। আগামীতে মুক্তিযুদ্ধের গবেষণা ও মুক্তিযুদ্ধের জাতীয় ইতিহাস রচনায় এটি অতি প্রয়োজনীয় সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে।