“পোড়োবাড়িতে ভূতের আতঙ্ক” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পৃথিবীতে ভূত আছে কি নেই? প্রশ্নটা অবান্তর। ভূতের গল্প শুনতে কার না ভালাে লাগে। শিশু-কিশাের থেকে শুরু করে বড়রা পর্যন্ত ভূতের গল্প শুনতে পছন্দ করে। অন্যদিকে ভূতের ভয় পায় না, পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। ভূতের কথা শুনলেই পরিবেশ বদলে যায়, রহস্য ঘনীভূত হয়ে ওঠে। নড়ে চড়ে বসে চরম সাহসীরাও। কারণ ভূত অজান্তেই মানুষের মনে এক ধরনের ভয়ের সঞ্চার করে।
ভুত সারা পৃথিবীর সব মানুষের কাছে কৌতুহলের বিষয় । ভূত নিয়ে আলােচনা-সমালােচনার সমাপ্তি কখনাে হবে না। ভূতের গল্প এবং ভূত চরিত্রটি সব সময়ের জন্য মানুষের কাছে আদিম ও অকৃত্রিম রহস্যময় বিষয় হিসেবে রয়ে গেছে। ভূত কথাটি শুনলেই একটা গা শিরশিরে ভাব অনুভূত হয়। ভূত মানুষকে চিরকালই কৌতূহলী করে রেখেছে।
পৃথিবীর অন্যান্য সাহিত্যের মতাে বাংলা সাহিত্যেও ভূতের গল্প একেবারে কম নয়। ভূতের গল্প বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। এ বইয়ে সিরিয়াস, ননসিরিয়াস ও কমেডি টাইপের ভূতও রয়েছে। বইটি পাঠককে একটা গা ছমছমে ও শীতল পরিবেশে আচ্ছন্ন করে রাখবে।