“নির্বাচিত ১০০ কবিতা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবির পক্ষে তার রচিত বহু কবিতার ভিতর থেকে কিছু কবিতাকে পৃথক করার মতাে কঠিন কাজ আর কিছুই হতে পারে না। কিছু কবিতার প্রতি সুবিচার করতে গিয়ে, এমন বহু কবিতার প্রতি অবিচার করা হয়- যা তার প্রাপ্য ছিল না। ১০০ কবিতার এই সংকলনটি তৈরী করতে গিয়ে অশােভন এবং অপ্রিয় কাজটিই আমাকে করতে হয়েছে। অনির্বাচিত কবিতার অভিশাপ মাথায় তুলে নিতে হবে জানি। তবে পাঠকের সমর্থন পেলে এই অভিশাপও শিরােধার্য মানি। দুটো অগ্রন্থিত কবিতা ‘ধন্যবাদ, গরবাচেভ এবং ‘আমেরিকা’ গ্রন্থ-প্রান্তে অন্তর্ভুক্ত করেছি। বাকি সব কবিতাই প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ থেকে সংকলিত হয়েছে। কবিতার নির্বাচন সম্পকে পাঠকের সুচিন্তিত ভিন্ন অভিমত সাদরে গ্রহণ করব।