প্রেম, বিরহ, নিঃসঙ্গতাÑ যা নিয়েই গল্প উপন্যাস লেখা হোক না কেন শেষমেষ তার উপজীব্য মানুষ। এই গল্পগুলো যেন সে কথাই বারবার মনে করিয়ে দেয় পাঠককে। খালি চোখেও সমাজকে দেখা যায় অথবা দেখা যায় এ ধরনের গল্পের প্রিজমে ভেতর দিয়ে। সাদা আলো ভেঙ্গে গিয়ে নানা বর্ণচ্ছটা বেরিয়ে আসার মতই সাধারণ মানুষের ভেতর থেকে অসাধারণ সব দ্যূতি বের হয়ে আসে গল্পের নানা চরিত্রে। এক দেশে কেউ নিঃসঙ্গতা কাটানোর জন্য মিথ্যার আশ্রয় নেন, অন্য দেশে আরেকজন আজন্ম নিঃসঙ্গতার অভিশাপ বয়ে বেড়ান। ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে দেখার একটা নেশা আছে। সেই নেশায় পাঠককে আচ্ছন্ন করে রাখবে গল্পগুলো, এতে কোনো সন্দেহ নেই।