ব্যবহৃতা

৳ 200.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847012007372
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৪৪
সংস্কার 1st Published, 2018
দেশ বাংলাদেশ

হ্যাঁ, আমাদের আশেপাশেই তারা আছে। কখনোবা তাদের সঙ্গে চোখাচোখি হয়, কখনোবা আমরা তাদের না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাই। এই আমরা যারা ‘ভদ্র’ এবং ‘সুশীল’ জীবনযাপন করি, এই আমরা যারা সমাজের নীতিনির্ধারণকারী এলিট, এই আমাদের চারপাশ ঘিরে তারা ছড়িয়ে থাকলেও তাদের ক্ষিপ্ত এবং বেগবান স্রোতটিকে আমরা দ্রুতবেগে পাশ কাটিয়ে চলে যাই। অথচ একজন ‘ব্যবহৃতা’ আমাদেরই সমাজের মানুষ, আমাদেরই মতো রক্তমাংসে গড়া, কিন্তু তবু তারা এতটাই দূরের যে দূরবিন দিয়েও যেন আমরা তাদের চোখে দেখি না। কারণ সমাজের তৈরি এই দূরবিনও অন্ধকারের জালি দিয়ে তৈরি। যে অন্ধকারের উৎস হলো অবজ্ঞা, ঘৃণা এবং ভয়। আনোয়ারা সৈয়দ হকের এই উপন্যাসটিতে সমাজের অবহেলিত এবং ঘৃণিত মানুষদের জীবনের কথা বলা হয়েছে। তাদের ভালোবাসা, ক্রোধ, নিজেদের ছিনিমিনি জীবন নিয়ে ঠাট্টা, সুশীল সমাজের প্রতি কটাক্ষ এবং অবজ্ঞা তবুও গৃহস্থ জীবনের প্রতি প্রচণ্ড এক আকাক্ষা এবং দীর্ঘশ্বাস সংবেদন মানুষের মন ছুঁয়ে যাবার দাবি রাখে। অশ্রুপ্লাবিত হয়ে ওঠে চোখ। এবং সবশেষে নরনারীর সহজ দাম্পত্য জীবনের মধ্যে সন্দেহের বিষাক্ত ছায়া শকুনের মতো ডানা বিস্তার করে দাঁড়ায়। নারীর উদ্বেলিত হৃদয়ে ডেকে আনে ধ্বংসের ডাক। হৃদয়গ্রাহী এই উপন্যাসটি আনোয়ারা সৈয়দ হকের একটি সমীক্ষা উপন্যাস

আনোয়ারা সৈয়দ হক বাংলা সাহিত্যে পরিচিত একটি নাম। তাঁর জন্ম যশোর শহরে। তাঁর শৈশব নিয়ে বেশি কিছু বলার নেই। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ডানপিটে, দুর্বিনীত এবং পরিবেশের প্রতি অন্যমনস্ক এক শিশু। অর্থহীন জীবনের অর্থ খোঁজার প্রয়াসে তিনি পিছু নিতেন বেদে, হিজড়া, ফকির, ইরানী বেদে, সাপুড়ে এবং কাবলিঅলার। লেখাপড়ায় ছিলেন অমনোযোগী। গল্পের বইয়ের ছিলেন পোকা। তা সত্ত্বেও তিনি চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেক বছর ধরে শিক্ষকতা করেন ঢাকা মেডিকেল কলেজ, মাদকাসক্ত নিরাময় হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। লেখায় হাতেখড়ি শিশুকাল থেকে। জীবনের বিভিন্ন পর্যায়ে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ