নানা রঙের লেখা শামসুজ্জামান খানের শিশু-কিশোরতোষ নতুন বই। এই বইয়ের লেখাসমূহ শিশু-কিশোর পাঠকের নানা কৌতুহল যেমন নিবৃত্ত করবে তেমনি স্বদেশমনস্কতা বৃদ্ধির সহায়ক হবে। মাতৃভাষা বাংলা এবং বাংলা নববর্ষ নিয়ে লেখা দুটো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেবে। শৈশবের ঈদস্মৃতি সেকাল ও একালের আনন্দোৎসবের অনুভবে সেতুবন্ধের কাজ করবে। রবীন্দ্র-নজরুল এই বইয়ে আছেন তাঁদের মহৎ ও বর্ণিল মানস-অবয়ব নিয়ে, আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও। এ বইয়ের ভিন্নমাত্রিক সংযোজন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে রচনা। লেখকের স্কুলের স্মৃতি পাঠকের মনকেও হয়তো নিজের স্কুল জীবনের স্মৃতিকাতরতায় আপ্লুত করবে। শামসুজ্জামান খান ‘কচি-কাঁচার মেলা’ সংগঠনের সঙ্গে গোড়া থেকে যুক্ত ছিলেন, একই সঙ্গে ছিলেন মেলার সংগঠক। এ মেলা বিষয়ে তাঁর রচনা ব্যক্তিগত হলেও আমাদের শিশুসাহিত্য-সংগঠনের ইতিহাসে তা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সবশেষে, তাঁর বোধ ও শব্দের রঙে এঁকেছেন প্রিয় মায়ের মুখ। এভাবে শামসুজ্জামান খানের নানা রঙের লেখা তার বর্ণচ্ছটায় শিশু-কিশোরসহ থেকে যেকোনো বয়সের পাঠকের অন্তরেই জ্বেলে দিয়ে যাবে অনন্ত আলোর দীপ।