আতিউর রহমান কৃতবিদ্য ব্যক্তি, একইসঙ্গে অর্থনীতিবিদ ও সমাজ-ইতিহাসের বিশ্লেষক। প্রসারিত দৃষ্টিতে তিনি বিচারে সক্ষম বাংলাদেশের সামাজিক রূপান্তর এবং বাঙালিত্বের চেতনায় জাতির জাগরণ। এই দৃষ্টিভঙ্গি মুক্তিযুদ্ধের অনন্য তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ভূমিকার বিশিষ্ট ব্যাখ্যাকারের মর্যাদায় অভিষিক্ত করেছে তাকে। মুক্তিযুদ্ধ বিষয়ক লেখালেখি ও বিশ্লেষণে তাঁর অবদানের পরিচয় বহন করে ইতিপূর্বে প্রকাশিত তিন গ্রন্থ : অসহযােগের দিনগুলি, মুক্তিযুদ্ধের মানুষ মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধ জনযুদ্ধ। মহত্তম এই সংগ্রামে সর্বস্তরের মানুষের যে নিবিড় অংশগ্রহণ, এর আর্থ-সামাজিক দিক, সাধারণ্যে সৃষ্ট আলােড়ন এবং মুক্তির স্বপ্ন ঘিরে গােটা জাতির আকুতির তথ্যমূলক, ব্যতিক্রমী, গবেষণালব্ধ পর্যালােচনার পরিচয় বহন করে গ্রন্থত্রয়ী বিভিন্ন সময়ে প্রকাশিত হলেও মুক্তিযুদ্ধে গণমানুষের ভূমিকা তিন গ্রন্থেরই হয়েছে অভিন্ন উপজীব্য। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণামূলক বিশ্লেষণী গ্রন্থ যখন বিশেষ প্রকাশিত হয়নি, সেই সময়ে এই গ্রন্থয়ী ইতিহাস বিচারে যােগ করেছিল গভীরতর মাত্রা। গ্রন্থসমূহের বর্তমান। অখণ্ড সংস্করণ পাঠকের জন্য হয়ে উঠবে বিশেষ তাৎপর্যময়, এটা সঙ্গত আশাবাদ। কেননা পৃথকভাবে প্রণীত হলেও গ্রন্থয়ীর মধ্যকার অভিন্নতা, পরম্পরা ও যােগসূত্র নতুন আলােকে চিনতে সহায়তা করবে মুক্তিযুদ্ধের অর্জন, বহু মানুষের অবদানে যা হয়ে উঠেছিল সার্থক সেই উনিশ শ একাত্তর সালে।