“প্রতিমা” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
প্রতিমা! তােমাকে যে ভালােবেসেছি.. সেটাই ছিল শাশ্বত! সেটাই ছিল শুদ্ধতম! ভালােবেসে কেউ পাপী হয় না! পাপিষ্ঠ হয় না। কিন্তু কষ্ট পেয়ে কেউ কেউ নষ্ট হয়।
প্রতিমা! তােমাকে ঠিক আগের মতাে বলতে পারি না- “তােমাকে শুধু তােমাকে চাই, পাবাে? পাই বা না পাই এক জীবনে তােমার কাছেই যাবাে। ……অপূর্ণতায় নষ্টে-কষ্টে গেলাে এতােটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলাে এসাে দু’জন প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সখ্য হবে। যুগল-স্নানে নেমে।” কিন্তু তুমি তাে আর ডাকবে না। ডাকবে না কখনও আর আমায়। তবে এখনও- “একবার আমন্ত্রণ পেলে, সব কিছু ফেলে, তােমার উদ্দেশে দেবাে উজাড় উড়াল। …একবার ডাক দিয়ে দেখাে আমি কতােটা। কাঙাল, কতাে হুলুস্থুল অনটন আজ ভেতরে আমার।”
প্রতিমা! “আগুন পােড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হােক না তা ধূসর শ্যামল রঙ ছাই, মানুষে পােড়ালে আর কিছুই রাখে না কিছুই থাকে না, খা খা বিরান।”