“ওমের্তা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ওমের্তা, নীরবতার সিসিলিয়ান স্মারক, শতবর্ষ ধরে মাফিয়াদের মাঝে সম্মানের সংহিতা হিসাবে বিরাজমান।
ওমের্তা, সিসিলির রুক্ষ পাহাড়ি এলাকায় জন্ম নিয়ে, মাফিয়াদের হাতে শতবর্ষ ধরে পরিবর্তিত হয়েছে । কিন্তু আজ, শতাব্দির শেষপ্রান্তে পৌঁছে, বিগত দিনের ফসিলে পরিণত হয়েছে।
নিউ ইয়র্ক- এক মাফিয়া ডন খুন হয় এবং কেউ মুখ খােলে না। তার ভাস্তে আর শহরের এফবিআই প্রধান নিজ নিজ অনুসন্ধানে ব্যাপ্ত হন। কিন্তু নীরবতা সংক্রামক রােগের মতাে ছড়িয়ে পড়ে : প্রতিদ্বন্দ্বী গ্যাঙ নীরব থাকে, নীরব থাকে শঠ ব্যাংকারের দল; এমনকি নীরব থাকে আদালতও | আজকের পৃথিবীতে সততা বলে কিছু নেই, আর লােভের আগ্রাসী বিস্তারে ছেয়ে গেছে চারপাশ । এবং টাকা যখন মুখর হয়ে ওঠে…
মাফিয়া উপন্যাসের স্বীকৃত গুরু… গল্পের ঠাস বুনােটে, আঙ্গিকের বিন্যাস চমৎকার এবং শেষ পর্যন্ত সন্তুষ্টিজনক ।