কাহিনী সংক্ষেপ :
বইপ্রেমীদের কাছে শার্লক হোমস কিংবা এরকুল পোয়ারোকে নতুন করে পরিচয় করিয়ে দেয়া রীতিমত বাতুলতা।
কেমন হয় যদি এই দুই মহারথীর চমৎকার কিছু কাহিনী দুই মলাটের ভিতরে একসঙ্গে আবদ্ধ করা যায়?
‘শার্লক হোমস ভার্সাস এরকুল পোয়ারো’-তে ঠিক এ কাজটিই আমরা করেছি।
সেই সঙ্গে বিশ্ব সাহিত্যের খ্যাতিমান সব লেখক তাঁদের দুর্দান্ত কিছু লেখার পসরা সাজিয়ে হাজির হয়েছেন আপনাদের সামনে।
চেখে দেখুন; নিঃসন্দেহে বইটি ভাল লাগবে আপনাদের।