উত্তরের গণহত্যা ১৯৭১

৳ 800.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847012005941
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৫৪৩
সংস্কার 1st Published, 2017
দেশ বাংলাদেশ

চব্বিশ বছরের শাসন, শোষণ, বৈষম্য আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাথে সাথে পাকিস্তানি শাসকেরা হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতির উপর। এ জাতির ন্যায়সঙ্গত উচ্চকিত কণ্ঠ চিরতরে স্তব্ধ করার জন্য নির্বিচারে হত্যা করেছিল ত্রিশলক্ষ নিরপরাধ বাঙালিকে। চারলক্ষ নারীর সর্বস্ব কেড়ে নিয়েছিল পাশবিক উল্লাসে। বস্তুত এত কমসময়ে এতবেশি সংখ্যক লোককে হত্যা করার নজির পৃথিবীর ইতিহাসে নিতান্তই বিরল। স্বাধীনতা যুদ্ধকালে সারা দেশের মত উত্তরের জনপদও পরিণত হয়েছিল ভয়াল এক বধ্যভূমিতে। হত্যা ও নিপীড়নের ক্ষেত্রে অনুসৃত হয়েছিল নির্মমতা ও নিষ্ঠুরতার চরম মাত্রা। পাষণ্ডরা এক্ষেত্রে হিটলারকেও ছাড়িয়ে গিয়েছিল। সে সময় ঘাতকরা ছয়দফাকে উদ্ধৃত করে নিরস্ত্র বাঙালিদের শরীর ছয়খণ্ডে খণ্ডিত করত। উত্তপ্ত বয়লারে নিক্ষেপ করত জ্যান্ত মানুষ। হাত পা বেঁধে খাঁচায় নিক্ষেপ করে হিংস্রবাঘ দিয়ে হত্যা করাত বাঙালিদের। বয়স নির্বিশেষে নারীদের উপর চালাত আদিম কায়দায় অত্যাচার। এভাবে এক অমানবিক তরিকায় তারা বাঙালির জাতিসত্তা বিনাশের উন্মাদনায় উন্মত্ত হয়ে পড়েছিল। নৃতাত্ত্বিকভাবে এ জাতিকে হেয় প্রতিপন্ন করে এই বাঙাল মুলুককে বাঙালি শূন্য করে দেয়ার এক মরণ খেলায় মেতেছিল। তদুপরি তারা বাঙালি জাতির জাগরণ অবদমিত করতে পরেনি। শেষ পর্যন্ত বাঙালি জাতি পৃথিবীর মানচিত্রে স্থান করে নিতে সক্ষম হয়। কিন্তু এ জন্য উৎসর্গ করতে হয় ত্রিশলক্ষ জীবন। চারলক্ষ মা বোনকে খোয়াতে হয় সম্ভ্রম। দেশছাড়া হতে হয় এক কোটি বাঙালিকে। স্বাধীন দেশের পতাকাটি ওড়াতে হয় বাংলার রক্তস্নাত ধ্বংসস্তুপে। এ সবই আমাদের স্বাধীনতার অবিচ্ছেদ্য অনুষঙ্গ। এই কষ্টার্জিত স্বাধীনতার সারবত্তা উপলব্ধির জন্য, স্বাধীনতার চেতনা শানিত করার জন্য, তাই গণহত্যার দিকে দৃকপাতকরণ অত্যাবশ্যক, সে নিরিখেই সীমিত পরিসরের এই গ্রন্থে উত্তরাঞ্চলের গণহত্যার উপর আলোকপাত করা হয়েছে। আশা করি দেশ প্রেমিক পাঠকদের কাছে গ্রন্থটি গ্রহণীয় হবে।

জন্ম এবং শৈশব-কৈশোর কেটেছে উত্তরবঙ্গের লালমনিরহাট শহরে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বাবা মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা, মা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই এক বোন। স্ত্রী জেসমীন আরা, তিন কন্যা; তূর্ণা, অরণ্যা এবং পৌষী রাজকন্যাকে নিয়ে জীবনযাপন। বই পড়া ও আড্ডা দেওয়া প্রধান শখ। ছড়া ও কবিতা লেখা মূল প্রতিপাদ্য হলেও পরিবেশ, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, অনুবাদ এবং শিশুতোষের ক্ষেত্রেও লেখার পরিধি বিস্তৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস। বর্তমানে চাকরিতে নিয়োজিত। প্রকাশিত গ্রন্থ : কবিতা : শেষান্তে কিছুই হয় না আর, বদ্বীপের বেদনা, তাই যদি হবে, একটি সুন্দর রাতের জন্মদিন, সূর্যহীন তাপের ছায়ায়, অন্তর্ভাজে লুকোচুরি, কবিতায় কবি ছয়, আবৃত্তির কবিতা। ছড়া : পৌষী যাবে রেলগাড়িতে, প্রথম ছড়ার বই, এক শালিকে দুঃখ বাড়ায়, বউ কথা কও ডাকে পাখি, একটি ছোট ঘুড়ি, মেঘ মাদুরে সূর্য ঘুমায়, বিষ্টি ঝরা মিষ্টি ছড়া, সাদা পাতা লাল কবিতা, ডৎড়হম তামাশা, ছড়া কবিতায় একুশ একাত্তর, ছড়ায় ছড়ায় পরিবেশ, আমার শত ছড়া কবিতা, একুশ ও একাত্তরের ছড়া, রাঙ্গা ঠোঁটে ফোটে ফুল।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ