তোমরা জেনে রেখ – আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে রহম করুন – নিশ্চয় আহলুল হাদীছ – আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের মাযহাব হচ্ছে আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ এবং তাঁর রসূলগণের ব্যাপারে স্বীকৃতি দেয়া। আর আল্লাহর কিতাব তথা কুরআন যা বলেছে এবং আল্লাহর রসূল ছ¦ল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে যা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে তা গ্রহণ করা। তাতে উল্লেখিত বিষয়ের কোন পরিবর্তন হবে না এবং সেটা প্রত্যাখ্যানেরও কোন রাস্তা নেই। যেহেতু তারা আদিষ্ট হয়েছে কিতাব ও সুন্নাহর অনুসরণের জন্য, তাদের হিদায়াতও এদু’টির সাথেই যুক্ত, তাদেরকে সাক্ষ্য দেয়া হয়েছে যে, তাদের নাবী ছ¦ল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ছি¦রাতুম মুসতাকীমের (সরল ও সুদৃঢ় পথ) পথ দেখান। সেই সাথে তাদেরকে হুশিয়ার করা হয়েছে যে রসূলের বিরোধিতা করলেই ফিতনা ও কঠোর আযাবের ব্যবস্থা রয়েছে।