“উয়দারিং হাইটস” বইয়ের ব্যাক পেইজে লেখা:
উয়দারিং হাইটস নামের নিঃসঙ্গ বাড়িটিতে ভূত দেখে চমকে ওঠে লকউডের অন্তরাত্মা, তার হাত ধরে মিনতি জানাচ্ছিল ভূতটা। পরে তিনি হাউসকিপার মিস নেলির মুখে জানতে পারেন সে বাড়ির অবাক করা ইতিহাস। যে ইতিহাসের নায়ক-নায়িকা; হিথক্লিফ আর ক্যাথেরিন। একজন ধনীর দুলালী, অন্যজন পথে কুড়িয়ে পাওয়া, পালক সন্তান। নির্যাতিত অবহেলিত। আজ কার্কের কবরে শুয়ে আছে তারা। অথচ গ্রামের লােকে বলাবলি করে, আজও নাকি তাদের দেখা যায়। চাদনি রাতে হাত ধরাধরি করে ঘুরে বেড়ায় ওরা.. গ্রামের রাস্তায়, গির্জার আশেপাশে, এমনকি উয়দারিং হাইটসের অন্দর মহলেও!