‘সিলেট চরিত কথা ১ : বিপিন চন্দ্র পাল’ বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: বিপিনচন্দ্র পাল ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক। তিনি ছিলেন একাধারে শিক্ষক, সমাজসংস্কারক, সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ। ভারতের ইতিহাসে এত গুণসম্পন্ন নেতার সংখ্যা বিরল। স্বদেশি আন্দোলনে তিনি বলার নেতৃত্ব দিয়ে। সর্বভারতে পরিচিতি লাভ করেন।
প্রাক গান্ধীযুগে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য বিপিনচন্দ্র পাল অমর হয়ে থাকবেন। নিজের জেলা সিলেটে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার পথিকৃৎ ছিলেন বিপিনচন্দ্র পাল। রাজনীতিহীন সিলেটে স্বাধীনতা আন্দোলন গড়ে তোলার কৃতিত্ব বিপিনচন্দ্র পালের। সিলেটের বন্যা, দুর্ভিক্ষ ইত্যাদি দুর্যোগে সব সময় পাশে ছিলেন বিপিন পাল।
প্রচ্ছদ : ধ্রুব এষ