“গ্রেট গ্যাটসবি” বইয়ের কিছু কথাঃ গ্যাটসবির লং আইল্যান্ডের ম্যানশনের এক একটি পার্টি এক একটি আকর্ষনীয় কিংবদন্তীর গল্প বলতো। এতসব চাকচিক্যের মাঝে, অগণিত গেস্টদের মাঝে, শ্যাম্পেইন ও গুঞ্জনের মাঝে পার্টির হোস্ট নিজেকে সবকিছু থেকে, সবার কাছ থেকে গুটিয়ে রাখতো। জে গ্যাটসবি শুধু একজন মানুষের কথাই প্রতি মুহূর্তে ভাবতো, তাকে নিয়ে স্বপ্ন বুনতো। সে ছিল ডেইসি ব্যুকানান, এক অসম্ভব আকর্ষনীয় মনোমুগ্ধকর বিবাহিতা, সোনায় মোড়ানো জীবন তার, যার কন্ঠে আছে উন্মাদনা। গ্যাটসবির কাল হয়ে দাঁড়ায় তার ডেইসির প্রতি অনন্ত আবেশ এবং ঘোলাটে জীপনযাপন।
এফ. স্কট ফিটযজেরাল্ড-এর এই উপন্যাস জ্যাজ এজ-এর এক স্পষ্ট অবয়ব। এই উপন্যাসের চরিত্রগুলোর উত্থান পতনের মাধ্যমে লেখক পাঠককে ‘দ্য গ্রেট ওয়্যার’ শেষে দিকভ্রান্ত এক লস্ট জেনেরেশনের আকুতির সাথে পরিচয় করিয়ে দেয়, আর রহস্যভেদ করেন আমেরিকান ড্রিম-এর শূন্য হৃদয়ের।