“মুক্ত-মন : সত্যের সন্ধান, সৃষ্টি রহস্য, অনুমান প্রভৃতি গ্রন্থ” বইয়ের ফ্ল্যাপ থেকে লেখকের কথাঃ
‘প্রাচ্যে ও প্রতীচ্যে অতীতে বহু মণীষী ছিলেন এবং বর্তমানেও অনেকে আছেন, যারা ‘মুক্ত-মন’-এর অধিকারী। তারা শাস্ত্রারণ্যের গহনে প্রবেশ করে ছাঁটাকোটা করেছেন ধর্মের আচার-প্রথারূপী আগাছা-পরগাছাগুলােকে, দোলা দিয়েছেন অন্ধবিশ্বাস কুসংস্কাররূপী বিষবৃক্ষের শাখা-প্রশাখায় এবং যুক্তিবাদের কুঠারাঘাত করেছেন তার মূলে; তাঁরা সকলেই হচ্ছেন শক্তিমান পুরুষ, সুযােগ্য ব্যক্তি।
তাদের খোঁচাটা-চিমটিটা নীরবে সহ্য করে যাচ্ছেন শাস্ত্রারণ্যের প্রহরীগণ, হজম করে যাচ্ছেন তাদের চপেটাঘাতও ।
তারা যে কথা বলে ‘উচিৎ বক্তা’ বলে আখ্যা পান, সে একই কথা বলায় আমি হই অপরাধী। কেননা তারা আমার ন্যায় কৃষক বা শ্ৰমিক নন, তাঁদের আভিজাত্য আছে; তারা। আমার ন্যায় অশিক্ষিত নন, তারা হচ্ছেন-কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবী; তারা ডিগ্রীধারী, মণীষী ।