“বসন্তে এলে তুমি” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
কবিতার স্বর কখনও তীব্র আবার কখনও বিনম্র । পড়তে পড়তে কোথায় যেন একটা টান অনুভূত হয়, ব্যাস ছলকে উঠে গভীর ৰােধ । প্রেম-অপ্রেম কিংবা নিখাদ ভ্রমণ-অনুষঙ্গ; সে যা-ই হােক না কেন? কেমন যেন সুখপাঠ্যও! শেখ শাম্মী সকালের কাব্যগ্রন্থ ‘বসন্তে এলে তুমি’র কবিতাগুলাে এমনই যেন । কবি কখনও নিজের সঙ্গে আবার কখনও প্রকৃতির সঙ্গে আপনমনে কথা বলেছেন। তার এ বাচনভঙ্গি বেশ সাবলীল ও আবেগময় । কবিতার জন্য যে আবেগ বড় দরকারি। ব্যক্তির আবেগ-ভালােবাসা সমষ্টির হয়ে উঠবে, বসন্তে এলে তুমি- সবার ভাবনার তুমিতে রূপ নেবে; এমন ভাবনা একেবারে অবান্তর নয় । পড়ে দেখুন; ঠকবেন না!
– প্রকাশক