“মিলি ও মেঘপরি” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
ছােটদের মনের মতাে গল্প রচনায় মশিউর রহমানের কৃতিত্ব অনেক দিক থেকেই অনন্য। এখানে তার স্থানও অন্যদের চেয়ে আলাদা। শিশুসাহিত্যে নানামুখী বৈচিত্র্যসৃষ্টিতে তিনি শুরু থেকেই সার্থক। তাঁর লেখা গল্প-কাহিনি ছােটদের মাতিয়ে রেখেছে অন্য আস্বাদে, অন্যরকম পরিবেশনার গুণে। তার লেখা ভূতের গল্পের সাথে শিশুরা অনেক আগে থেকেই পরিচিত। ছােটদের কল্পনা ও ইচ্ছার মর্যাদা দেয় তার প্রতিটি গল্প । তাঁর গল্পগুলাে হাসি মস্করার চেয়ে মানবিক ঠাসবুনটে পরিপূর্ণ। প্রচলিত ছকের বাইরে লেখা এইসব রচনায় তিনি ছােটদের কল্পরাজ্যটিকে নিপুণভাবে সাজিয়ে তুলেছেন। নানা রঙের ছবিতে সেই জগৎ আশ্চর্য রূপময়। তাঁর প্রতিটি গল্প শিশুদের মনােযােগ যেভাবে আকর্ষণ করে, তা অনেকের কাছেই ঈর্ষণীয়।
আলােচ্য গ্রন্থেও তিনি শিশুদের মনােজগতে চলতে থাকা নানা উপাদানে ভরিয়ে তুলেছেন প্রতিটি গল্প ।
বৃষ্টি
আকাশ
কচি কচি ঘাস
রঙিন প্রজাপতি
পাখিদের ওড়াউড়ি
মেঘের দেশের মেঘপরি
নদী-বিলে ছলাৎ ছলাৎ ঢেউ
সবই আছে ‘মিলি ও মেঘপরি’ বইটিতে।
– এনায়েত রসুল