“মিরিত্তু” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জীবন বিশ্বস্ত থাকুক বা না থাকুক, মৃত্যু কখনাে প্রতারণা করে না। সে আসে… আসেই। ছায়া হয়ে আজীবন। পাশে পাশেই ঘােরে। কোন মৃত্যু যন্ত্রণার, কোন মৃত্যু বেদনার। কোনাে। কোনাে মৃত্যু চরম গ্লানির, কোনােটা আবার মুক্তির।। কী-ই বা ভাবে একজন মানুষ মৃত্যুশয্যায় শুয়ে? আর। কেমন হয় পার্থিব এই ভুবন ছেড়ে অপার্থিবের পথে। যাত্রা? যেতে যেতে প্রিয়জনেদের বেদনায় ভারী কি হয় অন্তর? আমরা জানি না। হয়তাে জানতে চাই। এ-ও জানতে চাই যে কী আছে মৃত্যুলােকের ওপাড়ে। মৃত্যু মানেই কি। ফুরিয়ে গেল সব? জীবনের পরে কি আর কিছুই বাকি। থাকে না? প্রশ্নগুলাের উত্তর খুঁজতে গিয়ে নানান সময়ে অসংখ্য। কাহিনী বুনেছি। সেই সংগ্রহ হতেই মৃত্যুর কিছু গল্প এক মলাটে বেঁধে এই সংকলন “মিরি”!। ভয়ের? আতঙ্কের? হয়তােবা! অবশ্য মৃত্যু ব্যাপারটি নিজেই তাে ভয়াবহ। এই জগত-সংসারের সবচাইতে। ভয়ংকর ব্যাপার।