“দ্য ওয়াণ্ডারার’স নেকলেস” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
চেতন ভগত একজন ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্রনাট্যকার। তাঁর লেখা । বেস্টসেলার বইয়ের মধ্যে রয়েছে ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’, ‘ওয়ান নাইট এট এ কল। ‘ সেন্টার’, ‘দ্য থ্রি মিস্টেকস অব মাই লাইফ’,। ‘টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ, ‘রিভুশন ২০২০ এবং ‘হাফ গার্লফ্রেন্ড’। এর মধ্যে বেশ কয়েকটি উপন্যাস অবলম্বনে বলিউডে নির্মিত হয় সিনেমা। ২০০৮ সালে। ‘দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী। ভারতের ইতিহাসে চেতন ভগত ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের। লেখক। বর্তমানে তিনি পরিবারের সাথে। মুম্বাইয়ে বসবাস করছেন।