ভাষা আন্দোলন এদেশের প্রথম গণতান্ত্রিক আন্দোলন যা আমাদের জাতীয় চেতনা এবং জাতীয় আন্দোলনের ধারাটিকে নানাভাবে স্পর্শ ও প্রভাবিত করেছে। সেদিক থেকে স্বল্পকাল স্থায়ী এই আন্দোলন যেমন গুরুত্বপূর্ণ তেমনি তাৎপর্যময় এবং স্বচারিত্রে বিশিষ্ট। স্বভাবতই ভাষা আন্দোলনের ঘটনাবলি ও ইতিহাসের গুরুত্ব নানামাত্রিক। এই সংকলন ভাষা আন্দোলনের ধারাবাহিক এবং প্রথাসিদ্ধ ইতিহাস নয়, বরং ইতিহাসের খণ্ডকাহিনির পার্শ্বমুখ। লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতায় ধৃত ভাষা আন্দোলনের, বিশেষ করে একুশের কিছু কিছু ঘটনা এবং ঘটনাভিত্তিক লেখকের নিজস্ব চিন্তাভাবনা বা বিচার-বিশ্লেষণই এখানে স্থান পেয়েছে। এমন কিছু ঘটনার উল্লেখও এখানে রয়েছে, যা একেবারেই ব্যক্তিগত অভিজ্ঞতাপ্রসূত এবং যা এ যাবৎ প্রকাশিত একুশের ইতিহাসে সংকলিত বা উল্লিখিত হয়নি। এগুলো একুশের ইতিহাসের ছোটখাটো অপূর্ণতার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ওইসব শূন্যতা পূরণের সম্ভাব্য পথনির্দেশ করতে পারে। একুশের ভাষা আন্দোলনের পটভূমিতে কিছু ঘটনা, কিছু বক্তব্য ও জিজ্ঞাসা উপস্থাপনের তাগিদই বর্তমান সংকলন-গ্রন্থটি প্রকাশের উদ্দেশ্য।