“মেধা বিকাশের সোপান” বইটির ‘লেখকের কথা’ অংশ থেকে নেয়াঃ
পৃথিবীতে মানুষ উদ্দেশ্যহীনভাবে কোন কিছুই করে না। প্রতিটি ক্ষেত্রেই কোন না কোন লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আমার এ বইটি লেখার ক্ষেত্রেও একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। আর তা হল পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যেকোন প্রতিযােগিতামূলক পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের জন্য একটি চূড়ান্ত ভাল রেজাল্ট সহায়িকা প্রণয়ন করা। কেননা এ ধরনের বাস্তব তথ্য-উপাত্ত সম্বলিত ব্যতিক্রমধর্মী কোন বই আজও প্রকাশিত হয়নি। অথচ শিক্ষার্থীদের জন্য এ ধরনের একটি বই প্রয়ােজন। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় শিক্ষার্থীদের শ্রেণী পরীক্ষায় লেটার মার্কস (নম্বর) পেতে, বৃত্তি পেতে, এমনকি বাের্ড পরীক্ষায় GPA-5 পাওয়ার জন্য অধিক পড়াশােনা, সুন্দর হাতের লেখা এবং পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপন কৌশল সম্বলিত বই এর বিকল্প নেই।