“হ্যালসিয়ন-সায়েন্স ফিকশন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নিকি পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপর বসে আছে… প্রমত্ত উত্তাল সমুদ্র প্রবল গর্জনে আছড়ে পড়ছে তার কাছে, তাকে ভিজিয়ে দিচ্ছে, প্রবল বাতাসে তার এলােচুল উড়ছে, সেদিকে তার খেয়াল নেই… উদাস দৃষ্টিতে গভীর সমুদ্রের দিকে চেয়ে আছে.. বুভুক্ষ হ্যালসিয়নের মতাে… টেস্টটিউবে অনি বেড়ে উঠছে… কিন্তু দেহের সাথে সে মনের পূর্ণতা পাবে তাে?… তারা কি আর কখনাে তাদের স্বাভাবিক সেই জীবনে ফিরে যেতে পারবে?