‘বাইবেল কি আল্লাহর বাণী?’ আমার এ লেখনী ও বক্তৃতার উদ্দেশ্য হচ্ছে, খ্রিষ্টান মিশনারিদের স্বরূপ উন্মোচন করা, যারা ক্ষেত-খামার ও ব্যবসায় মগ্ন মুসলামানদের মাঝে চুপিসারে খ্রিষ্টবাদ প্রচার করে যাচ্ছে।
এসব রচনা ও বক্তৃতার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, ধর্মের ফেরিওয়ালা খ্রিষ্টান পাদরিদের আক্রমণে মুসলমানদের ভূলুণ্ঠিত ও ক্ষুণ্ণ মর্যাদাকে পুনরুদ্ধার করা। দক্ষিণ আফ্রিকার চ্যাটওয়ার্থ, হ্যানোভার পার্ক অথবা বিভারলিয়ার গবির মুসলমানদের খবর নিয়ে দেখুন, কীভাবে খ্রিষ্টান মিশনারিদের দৌরাত্ম্যা তাদেরকে হেনস্তা করছে।
আমার এ ক্ষুদ্র প্রয়াস ‘বাইবেল কি আল্লাহর বাণী’ বইটি যদি খ্রিষ্টান মিশনারিদের দৌরাত্মের বিরুদ্ধে মুসলমানদের রক্ষাকবচ হিসেবে তাদের ঘরে ঘরে স্থান পায় তাহলে আমার এ শ্রম সার্থক হবে। আমার এ প্রয়াস আরও সফল হবে যদি কোনো যিশু খ্রিষ্টের নিষ্ঠাবান অনুসারী এর মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্তি পেয়ে সত্যের পথে ফিরে আসেন।
আসলে, সবচেয়ে বড় পুরস্কার তো রয়েছে মহান আল্লাহর নিকট। তার দরবারেই আমার বিনম্র কামনা, হে আল্লাহ ! আমাকে হেদায়েত ও রহমত দান করুন। তার কাছেই মুনাজাত করি, তিনি যেন আমার এ ক্ষুদ্র প্রয়াস কবুল করেন, যা একমাত্র তার সন্তুষ্টির জন্যই নিবেদিত। আমিন।
-আহমেদ দিদাত