রােম সাম্রাজ্যের সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাঁকে হত্যার ইতিহাস অবলম্বনে শেক্সপিয়রের নাটক জুলিয়াস সিজার। সিজারের সভাসদগণ ও উপদেষ্টাবৃন্দ সিজারকে সিনেটভবনে আমন্ত্রণ করে নিয়ে এসে তরবারির আঘাতে হত্যা করে। হত্যা করার পর তাদের দলনেতা বলেন, “এমন সিজারগণ কতবার রক্তস্নাত হবে কত শত রঙ্গমঞ্চে”। সিজারের রক্তরঞ্জিত মৃতদেহ সামনে রেখে জনতার উদ্দেশে এক অনবদ্য বক্তৃতা করেন সিজারপন্থি নেতা মার্ক অ্যান্টনি । অতুলনীয় বাক্যালংকারে পূর্ণ তাঁর বক্তৃতার গুণে রােমের জনগণ সিজার-হত্যাকারীদের বিরুদ্ধে পাল্টা বিপ্লবে রুখে দাঁড়ায়। সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নেতা ব্রুটাস তাঁর পরাজয়ের পূর্বে স্বীকার করেন যে জীবিত সিজারের চেয়ে তাঁর বিদেহী আত্মা অনেক বেশি শক্তিশালী। অনুতপ্ত ব্রুটাস বলেন, “সিজার, এখন থামাে, রােষানল থামাও এখন; তােমার অর্ধেক রােষ ছিল না তাে অন্তরে আমার । যখন তােমাকে আমি হত্যা করি।” শেক্সপিয়রের জুলিয়াস সিজার নাটকটির সংলাপ ও কাব্যের যাবতীয় আবেদন, অনুরণনসহ একটি পূর্ণাঙ্গ অনুবাদ উপহার দিয়েছেন মােস্তফা তােফায়েল হােসেন।