একাত্তরের যুদ্ধজীবন

৳ 450.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847012005927
ভাষা বাংলা
সংস্কার 1st Published, 2019
দেশ বাংলাদেশ

ত্রিশলক্ষ শহিদের আত্মত্যাগ। চারলক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য এজাতির দামাল ছেলেরা নির্ভীকচিত্তে লড়েছেন পাকিস্তানি বর্বর বাহিনীর বিরুদ্ধে। পাকসেনারা সমরবিদ্যায় যেমন প্রশিক্ষিত ছিল, তেমনি তাদের হাতে ছিল অত্যাধুনিক সব মারণাস্ত্র। তদুপরি শুধু দেশপ্রেমের বলে বলীয়ান হয়ে বাংলার দামাল ছেলেরা সাধারণ মানের কিছু হাতিয়ার নিয়ে দাঁড়িয়েছিল শত্রুর মুখোমুখি। অতঃপর চূড়ান্ত পর্যায়ে দখলদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য।
সময়ের এই শ্রেষ্ঠ সন্তানেরা সেদিন এক কষ্টকর প্রক্রিয়ায় প্রশিক্ষণ গ্রহণের পর হাতে তুলে নিয়েছিল হাতিয়ার। খেয়ে না খেয়ে জীবনকে তুচ্ছ করে ছুটে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, নির্ঘুম কাটিয়েছেন রাতের পর রাত। অনেকে লড়তে লড়তে হয়েছেন শহিদ। দেশের জন্য তাঁদের সেই উৎসর্গকৃত লড়াকু জীবনের নানামাত্রিক দিক বর্ণিত হয়েছে এ গ্রন্থে। এ গ্রন্থে মোট ১২ জন বীর মুক্তিযোদ্ধার যুদ্ধদিনের কথা বর্ণনা করা হয়েছে। এঁদের একজন শহিদ হয়েছেন পাকবাহিনীর নিষ্ঠুর নির্যাতনে। অন্যজন শহিদ হয়েছেন যুদ্ধের ময়দানে। এ গ্রন্থ পাঠের মাধ্যমে সদাশয় পাঠককুল বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনের নানাবিধ বিষয় সম্পর্কে জানতে পারবেন বলে আশা করি।

জন্ম এবং শৈশব-কৈশোর কেটেছে উত্তরবঙ্গের লালমনিরহাট শহরে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বাবা মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা, মা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই এক বোন। স্ত্রী জেসমীন আরা, তিন কন্যা; তূর্ণা, অরণ্যা এবং পৌষী রাজকন্যাকে নিয়ে জীবনযাপন। বই পড়া ও আড্ডা দেওয়া প্রধান শখ। ছড়া ও কবিতা লেখা মূল প্রতিপাদ্য হলেও পরিবেশ, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, অনুবাদ এবং শিশুতোষের ক্ষেত্রেও লেখার পরিধি বিস্তৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস। বর্তমানে চাকরিতে নিয়োজিত। প্রকাশিত গ্রন্থ : কবিতা : শেষান্তে কিছুই হয় না আর, বদ্বীপের বেদনা, তাই যদি হবে, একটি সুন্দর রাতের জন্মদিন, সূর্যহীন তাপের ছায়ায়, অন্তর্ভাজে লুকোচুরি, কবিতায় কবি ছয়, আবৃত্তির কবিতা। ছড়া : পৌষী যাবে রেলগাড়িতে, প্রথম ছড়ার বই, এক শালিকে দুঃখ বাড়ায়, বউ কথা কও ডাকে পাখি, একটি ছোট ঘুড়ি, মেঘ মাদুরে সূর্য ঘুমায়, বিষ্টি ঝরা মিষ্টি ছড়া, সাদা পাতা লাল কবিতা, ডৎড়হম তামাশা, ছড়া কবিতায় একুশ একাত্তর, ছড়ায় ছড়ায় পরিবেশ, আমার শত ছড়া কবিতা, একুশ ও একাত্তরের ছড়া, রাঙ্গা ঠোঁটে ফোটে ফুল।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ