ছােটোবেলা থেকেই ওরা স্বপ্ন দেখতাে পাখির মতাে আকাশে ভেসে বেড়ানোের। সেই স্বপ্ন দেখতে দেখতে একদিন স্বপ্ন পূরণের সময় এসে যায়। ওরা ভর্তি হয় একটি ফ্লাইং একাডেমিতে। দীর্ঘ দুই বছর কঠোর পরিশ্রমের পর একদিন সত্যিই তাদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হয়।
“আমি পাইলট হতে চাই”- স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে লেখা বইটি এমনই হাজারও কিশাের-কিশােরীর লালিত স্বপ্ন পূরণে উৎসাহিত করবে।