“মির্জা গালিবের গজল” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
একজন কবি তাঁর কল্পনা দিয়ে একজন দার্শনিকের ভাবনার অর্জনের চাইতে বড় কোনো সত্য তুলে ধরেছেন, এটা কোনো মামুলি ঘটনা নয়। কবির ভাষায় ”প্রতি পদক্ষেপে গন্তব্যের দূরত্ব আমার সামনে স্পষ্ট হয়, আমার গতি দেখে বিরান মরু আমার কাছ থেকে ছুটে পালায়” উর্দু ও ফারসি থেকে ভাষান্তর এই বইটি।