বৃষ্টিভেজা এক রাতে হােয়াইট পরিরারের অতিথি হয়ে এলেন সার্জেন্ট মেজর মরিস। তার পকেটে ছিল শুকিয়ে মমি করা বানরের একটি থাবা। কী আছে সেই থাবায়? তিনি জানালেন এটি এক বৃদ্ধ সন্ন্যাসীর দেয়া মন্ত্রপূত থাবা। যে কোনাে মানুষ তার তিনটি ইচ্ছে পূরণ করতে পারবে এর মাধ্যমে। কিন্ত সেই ইচ্ছেপূরণ তার জন্যে সুফল বয়ে আনবে না। অনিচ্ছা স্বত্ত্বেও বন্ধুর হাতে অশুভ জিনিসটা তুলে দিয়ে চলে গেলেন সার্জেন্ট। হােয়াইট পরিবার ঘুণাক্ষরেও জানতে পারল না সেই রাতে কী ভয়ংকর বিপদ তারা ডেকে এনেছে নিজেদের ঘরে। ১৯০২ সালে ডাব্লিউ ডাব্লিউ জ্যাকবসের মাঙ্কিসপ গল্পটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আলােড়ন ওঠে পাঠকমহলে। মঞ্চনাটক থেকে টিভি নাটক, কমিকস থেকে সিনেমা সবকিছুই হয়েছে এই গল্পটিকে ঘিরে। বিশ্বসাহিত্য থেকে বেছে নেয়া এমনই সাড়া জাগানাে দশটি গল্প সংকলিত হয়েছে এই বইয়ে। ভৌতিক গল্পপ্রেমী পাঠকদের কথা ভেবেই গল্প নির্বাচন করেছেন প্রখ্যাত অনুবাদক ইফতেখার আমিন।