কর্মের স্বীকৃতি এবং সম্মান মানুষকে মহান করে তােলে। এ সম্মান অর্জন করতে হয়। অর্জিত সম্মান উপভােগ করার কিছু নিয়ম আছে। তা না হলে সে সম্মান ধরে রাখা যায় না। যে কোনাে জিনিস আপনা-আপনি আসে না। তাকে জয় করতে হয়। বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে হয়। এভাবে কর্মই জীবনকে মােহনীয় করে তােলে। খ্যাতিমানেরা তাই কর্মকেই ধর্ম বলেছেন। বয়স হলেই সম্মানিত হওয়া যায় না। কেবল অর্থ, প্রতিপত্তি আর ক্ষমতা কিংবা অস্ত্র ও পেশি, শক্তির জোরে কোনাে সম্মান আদায় করা যায় না। যতােটুকু আদায় করা যায় তা সাময়িক। তার কোনাে মূল্যও নেই। জীবন ও কর্ম যদি সুন্দর এবং সামাজিক গণ্ডির ভেতরে থাকে তাহলে সম্মান তাকে অনেক উচু আসনে নিয়ে যায়। সুন্দর ও সম্মানিত জীবন নিয়ে বাঁচতে হলে নিজেকে অন্যের চেয়ে একটু ভিন্নভাবে গঠন করতে হবে । আর তাই সকল মানুষ ও নিজ কর্মকে ভালােবাসতে হবে। সর্বোপরি নিজেকে সামাজিক হিসেবে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এ গ্রন্থে লেখক, গবেষক, সুবক্তা শিব খেরা সে বিষয়েই আলােচনা করেছেন। তার লিভিং উইথ অনার’ নামক এই গ্রন্থটি একটি আন্তর্জাতিক বেস্ট সেলারের বিশেষ উদাহরণ। এ গ্রন্থে তিনি মানুষের কর্মপদ্ধতি, চরিত্র। এবং চূড়ান্ত লক্ষ্যে পৌছানাের বিভিন্ন কৌশল দেখিয়েছেন। দেখিয়েছেন যথাযথ সম্মান নিয়ে বেঁচে থাকার কৌশলগুলাে।