“নির্বাচিত কবিতা” ফ্ল্যাপে লেখা কথা:
কবিতার সঙ্গে অবয়ব-বদল করা এক শব্দস্রষ্টার নাম হাবীবুল্লাহ সিরাজী। বিশ শতকের ষাটের দশকের শেষার্ধে আবির্ভূত এই কবি বহমান বাংলার ধারাজলকে কণ্ঠে ধারণ করে জলের মতাে ঘুরে-ঘুরে কথা বলতে শুরু করলেন সেই শৈশব থেকেই। মুক্তিযুদ্ধ ও আধুনিক বাঙালির সাম্প্রতিকতম বিবর্তনের সমবয়সী এই কবি। নিজস্ব কাব্যমুদ্রা অর্জনে সতত সাঙ্গীকৃত। দাও বৃক্ষ দাও দিন থেকে কবিরাজ বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত কাব্যভাষ্যে নিরীক্ষাপ্রবণ এই কাব্যপুরােহিত নিয়ত উত্তরণ-প্রিয়। তিনি নুনের স্বাদ ও পলির ঘ্রাণকে অপরূপ এক মেলবন্ধনে জারিত করেছেন কবিতায়। লাঙ্গলের ঈষের সঙ্গে মিশে আছে শস্যের যে গৌরব, আন্দোলনের মশালের সঙ্গে মিলে আছে অধিকারের যে আর্তি, তরঙ্গমালার অভিঘাতে সৃষ্ট যে প্রকৃতিযাত্রা তারই কারুময় রূপ হাবীবুল্লাহ সিরাজীর কবিতায়। সমাজ-ইতিহাস-সমকালের নান্দনিক উৎপ্রেক্ষার এক অনন্ত সাক্ষী তিনি।