“আই অ্যাম লেজেন্ড” বইয়ের কাহিনী সংক্ষেপ:
রবার্ট নেভিল হলো এই পৃথিবীর সর্বশেষ জীবিত মানুষ . . . কিন্তু সে এখানে একা নয়। কারণ পৃথিবীর বাকি সকল নারী, পুরুষ এমনকি বাচ্চারাও ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। আর ওরা সকলেই নেভিলের রক্ত পান করার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। দিনের বেলা নেভিল হচ্ছে শিকারী, কারণ তখন সে কোমাতে থাকা এইসব ভ্যাম্পায়ারগুলোকে খুঁজে বের করে খুন করে। আর সে এভাবেই এক এক করে ওদের সবগুলোকে মেরে ফেলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু রাত হলেই সবকিছু উল্টে যায় কারণ তখন সে হয়ে যায় শিকার আর ভ্যাম্পায়ারগুলো হয়ে ওঠে শিকারী। তাই ওদের হাত থেকে বাঁচতে সে নিজেকে নিজের বাড়িতে আবদ্ধ করে রাখে এবং সূর্য ওঠা পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু এভাবে কতদিন বেঁচে থাকা সম্ভব? আর তার ভবিষ্যতেই বা কি আছে?