এই গল্পগুলো বিষাদের ও বিপন্নতার। আর্থসামাজিক-রাজনৈতিক ক‚টকৌশল আর করুণ বাস্তবতার ফাঁদে অনিচ্ছায় জড়িয়ে পড়া অসহায়-বিমূঢ়-হতভম্ব-বিষণ্ন মানুষের গল্প এগুলো। আবার ব্যক্তিমানুষের অতল-গহিন মনোজগৎ, তার প্রেম, হাহাকার, আনন্দ, বেদনা, সুখ ও পরাজয়ের আখ্যান এবং অধরা রহস্যময়তা আর মরমি চিন্তার দেখাও মিলবে এসব গল্পে। এই সময়ের এক সংবেদী রূপকার, বহুমাত্রিক ও শক্তিমান কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল তাঁর অনুপম-সজীব-নির্বিকল্প গদ্যে উপহার দিয়েছেন আরেকটি অভিনব গল্পগ্রন্থ যা সমকালীন হয়েও সমকালের সীমানা পেরিয়ে যাবার সম্ভাবনা রাখে। আসুন প্রিয় পাঠক, আমাদের সময়ের এক সংবেদী কথাশিল্পীর সৃজন করা অনুপম গল্পের পৃথিবীতে ভ্রমণ করি।