রোহিঙ্গা: নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী

৳ 300.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789845250931
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৪৩
সংস্কার 1st Published, 2020
দেশ বাংলাদেশ

বাংলাদেশের পূর্ব-দক্ষিণের প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী রোহিঙ্গা জনগোষ্ঠী। তারা নিপীড়িত, নি:সঙ্গ, নিগৃহীত। সর্বোপরি গণহত্যার শিকার। দশকের পর দশক ধরে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে আসছে তারা। রাষ্ট্র কখনো এই অসহায় জনগোষ্ঠীর জন্য সহায়তার হাত বাড়ায়নি। বরং রাষ্ট্রের বৈরী আচরণ রোহিঙ্গাদের জীবন আরও বিপন্ন করে তুলেছে। স্বদেশ থেকে বিতাড়িত এই জনগোষ্ঠীর ১১ লক্ষাধিক মানুষ আজ বাংলাদেশে আশ্রিত।মিয়ানমারের অভিসন্ধিমূলক আচরণ, প্রতিবেশী দেশগুলোর ভূরাজনৈতিক ও অর্থনৈতি স্বার্থের আবর্ত আর বিশ্বসম্প্রদায়ের নানামুখী চলনের অভিঘাতে অনিশ্চিত হয়ে পড়ছে তাদের স্বদেশ প্রত্যাবর্তন।নিগৃহীত এই জনগোষ্ঠীর অতীত আর বর্তমানকে জানতে-বুঝতে অবশ্যপাঠ্য এ বই।

মেজর (অব.) মােহাম্মদ এমদাদুল ইসলাম জন্ম চট্টগ্রাম জেলার রাউজান থানার সুলতানপুর গ্রামে। অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর । ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। মিয়ানমারে চার বছর (১৯৯৯-২০০২) দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সরকারের কনস্যুলেট প্রধান হিসেবে কাছ থেকে দেখেছেন মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাস ও রােহিঙ্গাদের দুর্দশা । এই অভিজ্ঞতার সুবাদে তিনি মিয়ানমার, বিশেষ করে রােহিঙ্গা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। পরে ডেমােক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে যােগ দেন। সেখানে লেন্দু ইনসার্জেন্ট গ্রুপের হাতে জিম্মি হিসেবে আটক সাতজন নেপালি সৈন্যের উদ্ধার অভিযানে। ব্যতিক্রমী, বীরােচিত ভূমিকার জন্য তিনি। জাতিসংঘ ফোর্স কমান্ডারের সর্বোচ্চ প্রশংসাপত্র পান। একজন শৌখিন গলফার। প্রকাশিত বই খরস্নায়ু (২০১৯)।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ