“মানবজীবন” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
এই দেশে এক সময় যুদ্ধ হয়েছিল। স্বাধীনতার যুদ্ধ। সেই যুদ্ধের তিন বছর পর আরেক ধরনের যুদ্ধ নেমে আসে বাঙালির জীবনে। সেই যুদ্ধের নাম দুর্ভিক্ষ। দুটো যুদ্ধই ছিল মানবসৃষ্ট। অনেক রক্তক্ষয় আর প্রাণের বিনিময়ে বিজয় আসে। কিন্তু সেই বিজয়ের সুখ থেকে বঞ্চিত হয় তারা। অপশক্তির বুটের তলায় পিষ্ট হয় গণতন্ত্র। মৃত্যু যন্ত্রণায় কাতরায় আশা আকাঙ্ক্ষা ও ভালােবাসা।
এই যুদ্ধের পেছনের যে যুদ্ধ, সেই যুদ্ধ চালিয়ে যান লেখক। কঠিন সংগ্রাম আর ঘাত-প্রতিঘাতে ক্ষতবিক্ষত হয়েও তিনি যুদ্ধের মাঠ ছাড়লেন না। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র , অন্যায়ের পর অন্যায় চলতে থাকে অবিরাম। তবুও লেখক অতন্দ্র প্রহরীর মতাে সদা জাগ্রত। তিনি প্রতিনিয়ত লিখে চলেন সেই সংগ্রামের দিনলিপি।