পরিবর্তনশীল সমাজে মানুষ ক্রমশ মুল থেকে সরে যায়। অনিচ্ছায় যায়। স্রোতের তােড়ে যায়। নাড়ি ছিড়ে যায়। মূল উৎপাটিত হয়ে। যায়। যায় বটে, কিন্তু মূলে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা বুকের পাজরে লালন করে যায়। বার বার উৎখাত হয়েও মানুষ মূলে ফিরতে চায়। রাজনৈতিক ভাগাভাগিতে মূল থেকে উচ্ছেদ হয় সৌমেন। আঘাত আসে; কেবল বাস্তুভিটায় নয়, আজন্ম লালিত বিশ্বাসেও। তথাপি মূলে প্রত্যাবর্তনের সংগ্রাম চালিয়ে যায় সে। প্রেম আসে। দ্রোহ জাগে। তবুও প্রত্যাবর্তনের স্বপ্ন ছাড়ে না সৌমেন।