শিশি বের হলো। ছিপিটা খুলতেই হিশশ করে একটা আওয়াজ শোনা গেল। ভয় পেয়ে গেল লেইলা। পায়ে সাধের স্লিপার না থাকলে আরও দ্রুত দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে পারত ও। পারল না সে কারণেই। হুমড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। শিশির তরল ওর পিঠের দিকে ছুঁড়ে মেরেছে উন্মাদ লোকটা।br সালফিউরিক এসিড। পুরোটাই মুখে ঢালার ধান্দায় ছিল সে। করিডোর ধরে পড়িমড়ি করে ছুটল লেইলা। পিঠটা এসিডে পুড়ে যাচ্ছে। ব্যথাটা বর্ণনাতীত। দম আটকে আসছে ওর। চোখে পানি চলে এসেছে। কোনোমতে সিঁড়ির পাশে রেলিং ধরে দাঁড়াল লেইলা। সারা শরীর কাঁপছে। নিজেকে একটা ফেলনা ঝাড়ুর মতো মনে হচ্ছে ওর। সামলে নিয়ে চিৎকার দিলো একটা। বাড়ির প্রত্যেক ঘরে পৌঁছে গেল ওর ভয়ার্ত কণ্ঠের আর্তনাদ…br