“ইলিয়ড ও ওডিসি” বইয়ের পেছনের কভারে লেখা:
ইলিয়াডে যুদ্ধ সংঘটিত হয় এক নারীকে কেন্দ্র করে, যার নাম হেলেন। এ যুদ্ধে গ্রিকদের সেরা বীর ছিল অ্যাকিলিস আর ট্রয়ের পক্ষে ছিল হেক্টর। যুদ্ধ যখন শেষ পর্যায়ে তখন হেক্টর অ্যাকিলিসের হাতে নিহত হন।
এর মাধ্যমে মূলত ট্রয়বাসীর পরাজয় নিশ্চিত হয়। যুদ্ধ শেষে গ্রিক সেনারা সুরক্ষিত ও সাজানাে নগরী ট্রয় জ্বালিয়ে দেয়।
ট্রয় নগরীর ধ্বংসের পরে ইথাকার রাজা ওডিসিয়াসের স্বদেশে ফিরে আসার ঘটনা বর্ণনা করা হয়েছে। যেখানে তাকে পােহাতে হয়েছে নানা ঝড়-ঝাপটা, সংগ্রাম করতে হয়েছে নানা প্রতিকূলতার সাথে।
স্বয়ং দেব-দেবতারা তার বিপক্ষে ছিলেন। নিজের সব সহযােদ্ধাদের হারিয়ে তাকে একাই ফিরতে হয়েছে ইথাকায়।
যা ছিল সত্যিই এক বেদনাভরা সংগ্র ‘ইলিয়াড ও ওডিসি’ বিশ্বসাহিত্যের এক অমূল্য সংযােজন। মহাকবি হােমারের এ সাহিত্য-কীর্তি যুগ যুগ ধরে সাহিত্য প্রেমীদের অন্য এক ভালাে লাগায় আচ্ছন্ন করে রাখে।