”আমরা হেঁটেছি যার” যুদ্ধোত্তর বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলিল। ক্ষয়িষ্ণু ব্যক্তি, প্রতিক্রিয়াশীল পুঁজিবাদের বিকৃত উল্লাস এবং বিপন্ন অস্তিত্বের স্বরূপ উঘাটনে লেখক আসলে তার সময়কেই পুনর্নির্মাণ করেছেন। সুখ-দুঃখ-আনন্দ-বেদনার ছবি একটি পরিবারকে কেন্দ্র করে উঠে এসেছে- এমনটা আসলে বাঙালির মনস্তত্ত্ব এবং তার হয়ে ওঠার ব্যাপারটার প্রতি ঔপন্যাসিকের দৃষ্টিভঙ্গির রূপায়ণে ইমতিয়ার শামীম ‘শিল্পের ন্যায়’ রক্ষা করেছেন।
– শহীদ ইকবাল
ইমতিয়ারের আত্ম-অতিক্রান্ত প্রতীকী আত্মকথন।
আখ্যান সাজানাের নিজস্বতায়, চেতনাপ্রবাহরীতি ধারণ করার নিজস্বতায় ইমতিয়ার শামীম আলাদা হয়ে যান।…বাংলা কথাসাহিত্যে মুক্তিযুদ্ধোত্তর সময়কালকে নিয়ে এমন স্পষ্ট হিম্মতিয় ভাষায় নভেল লেখার সাহস কেউ করেননি। আমরা ইমতিয়ার শামীমের গদ্যের নমুনাও হাজির করতে পারি। দেখতে পারি সে গদ্যের ঢং কী ভাবে শহীদুলীয় কিংবা সৈয়দীয় গদ্য থেকে আলাদা হয়ে যায়।
– সরােজ মােস্তফা
তথাগতের হাত ধরে।