“পাললিক মন” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
পলিমাটির মতাে মনগুলাে নমনীয়তা হারায় ধাবমান সময়ের ঝড়ে। মিথােজীবীরা অ্যামিবার মতাে বদলায়। যাপিত জীবনের সম্পর্কগুলাে কখনাে শরতের মেঘের মতাে, কখনাে শীতকাতর পৌষসন্ধ্যা। জীবন কখনাে কিশােরীর চুলে বাঁধা লাল ফিতে, কখনাে রােদচশমা দিয়ে দেখা বায়ােস্কোপ।
গল্পটির অঙ্কুরােদগম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এরপর ডালপালা গজায়…। কেউ নিজেকে দুমড়ে মুচড়ে গড়ে, কেউ ক্ষয়ে যায় আপন অন্তঃপুরে। প্রেম-বিরহের আড়ালে সমাজমানস, গলিত-দলিত মূল্যবোধ কড়া নাড়ে, আবার কখনাে উপহাসের নামতা পড়ে। অনিবার্য গন্তব্য যখন হয়ে ওঠে পথনকশা তখনও প্রেমের ধ্রুপদী সুর ভজে পরিযায়ী মন। আর এসব নিয়ে বিস্তৃত থই থই জলরাশির মাঝে ছােট্ট একখণ্ড মায়াময় দ্বীপ ‘পাললিক মন’।