এই পৃথিবীটা একজন মানুষের যেমন, তেমনি একটা ছোট্ট গুবরে পোকারও। একটা ঘাস ফড়িং-এরও। এবং একটা পিঁপড়েরও। বেড়াল এবং কুকুরদের তো বটেই। কিন্তু আমাদের সমাজে শিক্ষিত অশিক্ষিত অনেকেই বেড়াল-কুকুরদের প্রতি নিষ্ঠুর আচরণ করেন। ছোটদের প্রিয় লেখক লুৎফর রহমান রিটন একজন বেড়ালপ্রেমী হিশেবেও ব্যাপক পরিচিত। লেখক তাঁর পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ‘কিটক্যাট’ নামের মায়াবী বেড়ালটাকে নিয়ে লিখেছেন অন্যরকম একটি বই বেড়ালের গল্প । মূলত কিটক্যাটকে নিয়ে বইটি লেখা হলেও সেটা এক পর্যায়ে আর কিটক্যাটের থাকেনি। অবলীলায় হয়ে উঠেছে অন্য সব বেড়ালের বই। বাংলাদেশের সমস্ত বেড়াল তো বটেই, পৃথিবীশুদ্ধ সমস্ত বেড়ালেরও গল্প হয়ে উঠেছে–বেড়ালের গল্প। অনন্য সাধারণ গদ্য ভঙ্গিতে লেখা বেড়ালের গল্প বাংলা শিশুসাহিত্যে এক অভিনব সংযোজন। এই বইটি তাই ছোটদের যেমন, তেমনি বড়দেরও।