ইসলাম : সংক্ষিপ্ত ইতিহাস
আধুনিক বিশ্বে ইসলামের মত আর কোনো ধর্মকেই এত ভয় করা হয়নি, হয়নি ভুল বোঝাও। স্বৈরাচারী সরকার, নারী নির্যাতন, গৃহযুদ্ধ এবং সন্ত্রাসকে উস্কানী দানকারী চরম এক ধর্মবিশ্বাস হিসাবে পাশ্চাত্যের প্রচলিত ধারনাকেই আঁকড়ে থাকে তা। ক্যারেন আর্মস্ট্রং এর ইসলাম বিষয়ে সংক্ষিপ্ত ইতিহাস এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির গুরুত্ববহ সংশোধন তুলে ধরেছে। ইসলাম সম্পর্কিত বহ বছরের ভাবনা ও লেখালেখির ফল দেখিয়ে দেয় যে আধুনিক মৌলবাদী ধারা যাই বোঝাক না কেন, বিশ্বের দ্রুত বিকাশমান এই ধর্মটি সত্যিই আরও বেশি সমৃদ্ধ এবং জটিল একটি ব্যাপার।
ইসলাম : আ শর্ট হিস্ট্রি (ইসলাম : সংক্ষিপ্ত ইতিহাস) শুরু হয়েছে সপ্তম শতাব্দীতে মদীনা হতে মুহাম্মদ (সঃ) এবং তাঁর পরিবারের অভিযাত্রা এবং পরবর্তী সময়ে প্রথম মসজিদ নির্মাণ প্রসঙ্গ দিয়ে । শিয়া ও সুন্নী মুসলিমদের বিভেদের মূল; সুফি অতীন্দ্রিয়বাদের আবির্ভাব; উত্তর আফ্রিকা, লেভেন্ট এবং এশিয়ার ইসলামের বিস্তার; মুসলিম বিশ্বের ওপর ক্রুসেডসমূহের বিধ্বংসী প্রভাব, চতুর্দশ ও পঞ্চদশ শতকে বিশ্বের বৃহৎ ও অনন্যসাধারণ শক্তি হিসাবে রাজকীয় ইসলামের বিকাশ এবং বিপ্লবী ইসলামের উদ্ভব ও প্রভাব তুলে ধরেছে এটি, শেষ হয়েছে বর্তমানকালের ইসলাম এবং এর চ্যালেঞ্জসমূহের মূল্যায়নের মাধ্যমে।
যাঁরা মনে করেন যে ইসলাম ও পাশ্চাত্য সংঘাতের দিকে ধাবিত দুটি সভ্যতা, এই সাধারণ গ্রন্থের মাধ্যমে ক্যারেন আর্মস্ট্রং তাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ইসলাম কর্তৃত্ব , মহত্ব এবং অর্থনীতিরও একটি আদর্শ।
সূচিপত্র
* মানচিত্র সূচি
* ভূমিকা
* ঘটনাক্রমপঞ্জী
সূচনা
* পয়গম্বর (৫৭০-৬৩২)
* রাশিদুন (৬৩২-৬৬১)
* প্রথম ফিৎনাহ্
বিকাশ
* উমায়ঈয়াহ্ ও দ্বিতীয় ফিৎনাহ্
* ধর্মীয় আন্দোলন
* উমাইয়াহ্দের শেষ বছরগুলো (৭০৫-৭৫০)
* আব্বাসীয়যুগ : খেলাফতের সুবর্ণময় (৭৫০-৯৩৫)
* গোপন ধর্মীয় আন্দোলন
তুঙ্গ অবস্থা
* এক নতুন ব্যবস্থা (৯৩৫-১২৫৮)
* ক্রুসেডসমূহ
* সম্প্রসারণ
* মঙ্গোল (১২২০-১৫০০)
বিজয়ী ইসলাম
* রাজকীয় ইসলাম (১৫০০-১৭০০)
* সাফাভীয় সাম্রাজ্য
* মোঘুল সাম্রাজ্য
* অটোমান সাম্রাজ্য
প্রতিরুদ্ধ ইসলাম
* পশ্চিমের আবির্ভাব (১৭৫০-২০০০)
* আধুনিক মুসলিম রাষ্ট্র কী?
* মৌলবাদ
* সংখ্যালঘু হিসাবে মুসলিম
* আগামীর সম্ভাবনা
পরিশিষ্ট
* উপসংহার
* ইসলামের ইতিহাসে প্রধান ব্যক্তিবর্গ
* আরবী শব্দার্থ
* তথ্যসূত্র বাইবেল
পৃথিবীর প্রতি তিনজনের একজনের জন্য বাইবেল হচ্ছে তার আধ্যাত্নিক জীবনের পদ-প্রদর্শক আর এই বাইবেল পৃথিবীর বৃহত্তম সুসংগঠিত ধর্ম, ক্রিশ্চিয়ানিটির একবারে মর্মস্থলে অবস্থিত একটি অসামান্য গল্প। দু’হাজারের বেশি ভাষায় অনূদিত বাইবেল পৃথিবীর সর্বাপেক্ষা অধিক বিক্রিত বই, যা গত দুশো বছরে অন্তত : ছয়শ কোটি কপি যা পৃথিবীময় ছড়িয়ে গেছে। কেবলমাত্র ২০০৫ সালেই আমেরিকাতে কমপক্ষে আড়া্ই কোটি বাইবেল বিক্রি হয়েছে। কিন্তু বাইবেল একটি জটিল একটি গ্রন্থ এবং এর ইতিহাসও অত্যন্ত জটিল এবং অস্পষ্ট। শতাব্দীর পর শতাব্দী , এই বই-এর বিষয়বস্তু বদলেছে, এটা্ বিভিন্ন অনুবাদ ও ব্যাখ্যার মধ্যে দিয়ে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের কাছে এই বই নানারকম অর্থ বহন করেছে।
এই বইটিতে ক্যারেন আর্মস্ট্রং , একজন স্বীকৃত ঐতিহাসিক, ইতিহাসের সর্বাপেক্ষা শক্তিশালী বইটির সম্বন্ধে প্রারম্ভিক ধারণা, উদ্ভব, তার জীবন এবং পরবর্তী ইতিহাস আলোচনা করেছেন। যে সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় মৌখিক ইতিহাস লিখিত শাস্ত্রে পরিণত হয়েছে। আর্মস্ট্রং তা বিশ্লেষণ করেছেন এবং কেমন করে এই সর্বব্যাপী শাত্র একটি গ্রন্থ সংগৃহীত হয়েছে, কেমনভাবে একটা ক্রিশ্চিয়ানিটির পবিত্র রচনা হিসেবে গৃহীত হয়েছে এবং এর ব্যাখ্যা কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে সে সবও তিনি বিশ্লেষণ করেছেন। যে সময়ে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, এবং মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, সেই কালের পরিপ্রেক্ষিতে আর্মস্ট্রং এর বাইবেলের ইতিহাস একটি অনবদ্য, মন-কাড়া বই, এ বিষয়ে কোন সন্দেহ নেই।
সূচিপত্র
* প্রথম পরিচ্ছেদ : তোরা
* দ্বিতীয় পরিচ্ছেদ : ধর্মশাস্ত্র
* তৃতীয় পরিচ্ছেদ : গস্পেল
* চতুর্থ পরিচ্ছেদ : ব্যাখ্যা
* পঞ্চম পরিচ্ছেদ : চ্যারিটি
* ষষ্ঠ পরিচ্ছেদ : লেকটিও ডিভাইনা-(পবিত্র অধ্যয়ন)
* সপ্তম পরিচ্ছেদ : সোলা স্ক্রিপচুরা
* অষ্টম পরিচ্ছেদ : আধুনিকতা
* উপসংহার “ইন দ্য বিগেনিং” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আদি পুস্তক জেনেসিসের শক্তি-সৃষ্টিতত্ত্ব, স্বর্গ থেকে বিদায় কয়িন এবং এবেল, নােয়া, আব্রাহাম, যাকোব এবং যােষেফের মাঝে নিহিত। এই প্রাচীন গল্পগুলােকে আমাদের গভীর ও প্রগাঢ় সমস্যা প্রতিভাত হয়েছে: কাপুরুষী, অশুভের বিরুদ্ধে সংগ্রাম, অতীতের ভুল-প্রাপ্তির সম্মুখীন হতে দ্বিধা এবং আমাদের অন্তর্জগতের সম্মুখ বােঝা-পড়া। ক্যারেন আর্মস্ট্রং এইসব গল্পের ভাবধারা এবং মানের অনুসন্ধানের চেষ্টা করেছেন। দেখতে চেয়েছেন-মানুষের অগ্রযাত্রায় এইসব গল্পের আজও কি ভূমিকা রয়েছে।