ব্যর্থ না হয়ে আর ব্যর্থতা সত্ত্বেও যারা সফলতার শীর্ষে আরােহণ করতে চান তাদের জন্য ১১০ টিপস্ জাদু দণ্ডের মত কাজে আসবে। জীবনের সকল ক্ষেত্রে নানা ঘাত-প্রতিঘাত থাকা সত্ত্বেও আমরা সফলতা প্রত্যাশা করি। সফলতার পথ সুগত নয়- দুর্গম পথ পাড়ি দেয়ার ক্লান্তি ভুলে আকাঙ্ক্ষার জ্বলন্ত তাড়নাই আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করে তােলে। মানব জীবন ফুলশয্যা নয় জীবনের জন্য সব রকম প্রস্তুতিই সাফল্যের মানদণ্ড রচনা করে। কর্মপরিকল্পনা ও উদ্যোগ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ১১০ টিপস্ আপনার যাবতীয় কর্মস্পৃহা বাড়ানাের শ্রেষ্ঠ উপায় হিসেবে বিবেচিত হবে। আমরা যখন জীবন যাপন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চাই তখন একটি ছক আঁকতে হয়- ১১০ টিপস্ হচ্ছে আপনার সেই ছক, যে ছকে স্বপ্নের প্রতিচ্ছবি ভেসে ওঠে। বইটি পড়ে পাঠক এমন একটি আয়নার সন্ধান পাবে যে আয়না তাকে পেছনের সমস্ত অলসতা, কর্মবিমুখতা ও বিবসতাকে অতিক্রম করে নিশ্চিত সফলতা প্রাপ্তির দিকে নিয়ে যাবে। এটা শুধু পড়ার জন্যই নয় বরং প্রতিদিনের সুপাঠ্য গ্রন্থ হিসেবে আপনাকে পথ চলতে সহায়তা করবে। এর নির্দেশনা আপনাকে এমন। নিশানা প্রাপ্ত করবে যা সফলতা প্রাপ্তির চাবিকাঠি হাতে তুলে দেয়ার মতাে। আশা করি সকল পাঠকই আত্মােপলব্ধির মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌছাতে সক্ষম হবে। সেই দৃঢ় প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।
মােস্তাক আহমাদ