বাংলা কাব্যে এবং কবির মানসে বাংলার শ্রেষ্ঠ মানুষ শেখ মুজিবুর রহমান। কোনো কীর্তিপুরুষকে নিয়ে বাংলা কাব্যে এত অজস্র কবিতা আর রচিত হয়নি। যারা আধুনিক বাংলা কবি, তাঁদের মননে জাতির জনকের বীজটি সম্ভবত কাব্যপরিণয় কিংবা কাব্যের দ্রোহীচেতনায় ঢুকে গেছে। একজর রাষ্ট্রনায়ক কতটা মহৎ হলে মানুষ ভালোবাসায় তাঁকে কাব্যের শরীরে আশ্রয় দেয়। আবার সঙ্গে এসেছে সূর্যের ক্ষতচিহ্নে আর্তনাদের অশ্রু।
এই বইয়ের সকল কবিতাই বঙ্গবন্ধুকে নিয়ে রচিত।