শ্রম কখনো বিফলে যায়না। শ্রম সফলতার চাবী। এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে শ্রম দেয়ার জন্য পেশা প্রয়োজন। তাই পেশা ছোট হোক বা বড় হোক পেশা-পেশাই। কোনো পেশাকে, ছোট করে দেখা উচিত নয়। পেশাকে সম্মান করলে, সফলতা আসবেই, সে বিষয়টি জীবন ইসলাম ‘একদিন যমুনায়’ বইটিতে তুলে ধরেছেন সুন্দর সাবলীলভাবে।
জীবন ইসলাম, পেশায় একজন সাংবাদিক। তিনি সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির সাথেও জড়িত। ইকোনমিক রিপোর্টাস ফোরাম কর্তৃক ২০০৪ সলে ‘আমদানি-রপ্তানি সংক্রান্ত শ্রেষ্ঠ রিপোর্টিং-এর জন্য পুরস্কার পেয়েছেন। এবং ঢাকা রিপোর্টাস ইউনিট কর্তৃক ২০০৬ সলে ‘ব্যাংকিং বিষয়ক শ্রেষ্ঠ রিপোটিং-এর জন্যও পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি ‘অর্থনীতির বাংলাদেশ গ্রন্থের সম্পাদনা করে জাতীয় প্রেসক্লাব কর্তৃক ২০০৮ সালে পদক পান