“বাংলাদেশের গেরিলা যুদ্ধ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
‘বাংলাদেশের গেরিলা যুদ্ধ’ বইটির ৫০ বছর পার হচ্ছে। এর জন্ম-ইতিহাস চমকপ্রদ।
মহান মুক্তিযুদ্ধের সময় কুরমাইল ক্যাম্পে প্রশিক্ষণরত যুবকদের সামনে স্বাধীনতা ও গেরিলাযুদ্ধ সম্পর্কে মােটিভেশনাল ভাষণ দিতাম। এটা হলাে তারই সংক্ষিপ্ত লিখিতরূপ।
অক্টোবর শেষ সপ্তাহ। কলকাতায় গেলাম। নেতৃবৃন্দের সঙ্গে কথা বললাম। ফিরে আসার সময় এলােমেলাে পাণ্ডুলিপি আমার সহকর্মী শ্রদ্ধাভাজন অধ্যাপক আবদুল হাফিজের হাতে দিলাম। তিনি দেখলেন। আমাকে নিয়ে চিত্তরঞ্জন সাহার সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমি তার হাতে ‘বাংলাদেশের গেরিলা যুদ্ধের পাণ্ডুলিপিটি অপর্ণ করি। বলাবাহুল্য পাণ্ডুলিপিতে আমার নাম লিখিত বা ভূমিকা ছিল না।
স্বাধীনতার পূর্বে ডিসেম্বর ১৯৭১ সনে কলকাতা থেকে মুক্তধারা প্রকাশ করেছেন চিত্তরঞ্জন সাহা। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। প্রচ্ছদ একেছেন নীতিন কুণ্ডু।
‘বাংলাদেশের গেরিলা যুদ্ধ’ গ্রন্থটি একটি ভয়ংকর যুদ্ধদিনের বর্ণমালা গেরিলা যুদ্ধ কৌশল, পরিবেশ পরিস্থিতি, আক্রমণের ধারা, রীতিনীতি বিশ্ব পরিসরে গেরিলা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিবৃত্ত পূর্বের মতােই রয়েছে। চীন, কিউবা, আলজেরিয়া, রাশিয়া, ভিয়েতনাম, মালয়-এর গেরিলা যুদ্ধের সঙ্গে বাংলাদেশের জনযুদ্ধের গতি-প্রকৃতির কৌশল অনুধাবনের জন্য সেই মােটিভেশন যা বলেছি তাই বিধৃত আছে।