উনিশ শ পঁচাত্তর–
বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক বছর। এ বছরই পনেরোই আগস্ট বাঙালির ললাটে যুক্ত হয় অমোচনীয় কলঙ্কতিলক। ঘাতকের বর্বরতায় সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনকের শোণিতে রক্তাক্ত হয় সোনার বাংলা। ঢাকা হয় আরেক কারবালা!
নির্মম-পৈশাচিক এ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ? কারা ছিল এর নেপথ্যে ? শুধুই কি কিছু বিপদগামী সেনাসদস্য, নাকি উচ্চাভিলাষী কেউ জড়িত ছিল ? এটা কি শুধুই একটি হত্যাকাণ্ড; নাকি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ ? কী ভূমিকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত কিংবা পাকিস্তানের ? চীন-সৌদি আরব কি ছিল কেবলই নীরব দর্শক ? পঁয়তাল্লিশ বছর পরও এসব প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে। আজও মানুষ খুঁজে ফেরে সেই হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য।
‘১৯৭৫’ উপন্যাসে সেই রহস্যই উন্মোচিত হয়েছে।
তুখোড় সাংবাদিক মোস্তফা কামাল সত্যের অনুসন্ধানে নিরলস। ইতিহাস-আশ্রয়ী উপন্যাস লেখায় তাঁর রয়েছে বিশেষ খ্যাতি। এবার তাঁর কলম ঘুরে বেড়িয়েছে ইতিহাসের নিকষ কালো আঁধারে। অনুসন্ধানের তীক্ষ্ণ আলো ফেলে সেখান থেকে বের করে এনেছেন অনুদ্ঘাটিত পঁচাত্তর-রহস্যের অনেকখানি।